মাধবডিহি তে গুলি করে খুন লটারি টিকিট বিক্রেতাকে , এলাকায় তীব্র উত্তেজনা
পূর্ব বর্ধমান:- মাধবডিহি ব্যবসার কাজ শেষ করে বাড়ির ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক লটারি টিকিট বিক্রেতার। ভয়াবহ, দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টা নাগাদ পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোট বৈনানের কাছে ছাতাদীঘির পাড় এলাকায়।
মৃত ব্যক্তির নাম হামিদ আলী খান(৪৮)। বাড়ি মাধবডিহি থানার আরিকপুর এলাকায়। তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন বলে সূত্রে জানা গেছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে দশটা নাগাদ লটারির দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতোই বাইকে বাড়ি ফিরছিলেন হামিদ আলী খান। ছাতা দীঘির পাড়ের কাছে নির্জন জায়গায় আসতেই পিছন থেকে একটি মোটর সাইকেলে আসা তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামিদ আলী কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হামিদ আলী খান। ঘটনার খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ এবং স্থানীয় লোকজন পৌঁছে দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক হামিদ আলী কে মৃত ঘোষণা করেন।
আজ তার ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।