বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

7 বছরের শিশু চালাছে প্লেন

Published on: May 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্লেন ওড়ানো নিজেই কোনও অ্যাডভেঞ্চার এর চেয়ে কম নয়। কিন্তু যখন কোন সাত বছরের শিশুর প্লেন ওড়াতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়.. কারণ এই বয়সে শিশুরা সাধারণত সাইকেল শিখতে গিয়ে হোঁচট খায়। কেউ যদি two-wheeler চেপে বসে, তাহলেই আমাদের চোখ কপালে ওঠে। আর সেখানে বাইক নয়, গাড়ি নয় একেবারে উড়োজাহাজ !

এই ভিডিও ইউটিউবে ৩১০ পাইলট নামে একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। এই চ্যানেলে অ্যাভিয়েশনের সংক্রান্ত বিভিন্ন মজাদার ভিডিও এবং তথ্য শেয়ার করা হয়ে থাকে গত সপ্তাহেই চ্যানেলে একটি শিশুটিকে প্লেন ওড়াতে দেখা যাচ্ছে। এমন একটা ভিডিও আপলোড করা হয়েছে, যদিও এর বেশি চর্চা হয়েছে নভেম্বর ২০২১ এ আপলোড করাতে  একটি ভিডিও চর্চার তুঙ্গে। যার মধ্যে একটা সাত বছরের বাচ্চা প্লেন ওড়াচ্ছিল বলে দেখা গিয়েছে।

whatsapp_image_2022-05-12_at_4.47.04_pm_1-sixteen_nine_WMV V8

যখন পাইলটের সিটে বাচ্চাটি বসেছিল

ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা মিনি প্লেনে পাইলটওয়ালা সিটের ওপর দুজন বসে রয়েছেন। এক ব্যক্তি প্রাপ্তবয়স্ক। কিন্তু অন্য যে পাইলটটি দেখা যাচ্ছে। সেটি একটি ছোট শিশু। ভিডিও অনুযায়ী তাই এই শিশুটির বয়স মাত্র ৭ বছর। মাটি থেকে প্লেন ওড়ার পর কিছুক্ষণ পরে তারা হাওয়ার সঙ্গে কথা বলতে শুরু করে। আকাশে উড়ন্ত প্লেনে শিশুটি কোনও প্রফেশনাল পাইলট এর মত ছিল। তাকে কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলতে দেখা যায়।

Join Telegram

Join Now