বাংলার মানুষ ধীরে ধীরে সংযুক্ত মোর্চার প্রতি আস্থা রাখছেন- অধীর চৌধুরী

বাংলার মাটিতে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এখন নিজেই গণতন্ত্র রক্ষার লড়াইতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে আর হাস্যকর বিষয় কি হতে পারে? এভাবেই এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।একইসঙ্গে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে একহাত নিয়ে বলেন, নির্বাচনের ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা ভাবতেও অবাক লাগে আমাদের। দুর্বোধ্য সব ভাষা সাধারণ মানুষ বুঝতে পারছেন না। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যা ক্যা, ছ্যা, ছ্যা, হোদল কুতকুত, গাড্ডা চাড্ডা, জাতীয় ভাষা বারবার সমালোচনায় উঠে এসেছে। আর সেই ভাষাকেই কটাক্ষ করে অধীর বলেন, কোনটি ভালো শব্দ আর কোনটি খিস্তি বোঝা দায় হয়ে উঠেছে।

অধীর চৌধুরী দাবি করেন, বিজেপি এবং তৃণমূলের এই সমস্ত কান্ড কারখানা দেখে বাংলার মানুষ ধীরে ধীরে সংযুক্ত মোর্চার প্রতি আস্থা রাখছেন। দিন যতো এগোচ্ছে ততোই সংযুক্ত মোর্চার পাশে বাংলার সাধারণ মানুষ নিজেদের তাগিদেই এসে দাঁড়াচ্ছেন। আজ সংযুক্ত মোর্চা এগোচ্ছে আর শক্তি হারাচ্ছে তৃণমূল এবং বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *