বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---
Published on: December 29, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

আসানসোল ۔ পূর্ব ভারতের আসানসোল রেল ডিভিশনে প্রথম নারকোটিকস স্নিফার নিয়ে আসা হল। এই কুকুরের নাম দেওয়া হয়েছে তুফান। ইতিমধ্যে আসানসোলে আরও চারটি কুকুর আছে। এই চারটির মধ্যে তিনটি বম্ব স্কোয়াড ও একটি দুস্কৃতিদের ট্র‍্যাকার। এই প্রথম নারকোটিক্স পরীক্ষা করার কুকুর এল। কুকুরটির বর্তমান বয়স দেড় বছর। ইতিমধ্যেই পুনে থেকে ৮ মাসের ট্রেনিং করিয়ে নিয়ে আসা হয়েছে কুকুরটিকে।

ডগ স্কোয়াডের ইন্সপেক্টররা জানাচ্ছেন হঠাৎ হঠাৎ  দূর পাল্লার ট্রেনে এই কুকুর নিয়ে অভিযান চালান হবে। গাঁজা, হেরোইন, চরস সহ নানান নেশার দ্রব্য যারা ট্রেন মারফত পাচারের চেষ্টা করে, তাদের ধরে ফেলবে তুফান। পূর্ব রেল ডিভিশনে 7টি ডিভিশন রয়েছে , কিন্তু আসানসোল ডিভিশনে এই নাইক্রোটিক ডগ আনা হলো । অনেকটাই সুবিধা হবে এবার মাদক প্রচার কারীদের ধরতে । সহজে তুফান গন্ধ শুনে ঠিক ট্রেনে মধ্যে সঠিক জাগায় নিয়ে যাবে ।অনেকটাই সাফল্য পাবে আসানসোল রেল ডিভিশন !

Join Telegram

Join Now