বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---
Published on: December 25, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে কুড়ি বছর আগে বাঁশদহ বিল এলাকায় খালবিল চুনোপুঁটি উৎসবের সূচনা করেছিলেন ।প্রতিবছর ২৫শে ডিসেম্বরের দিন বড় করে অনুষ্ঠান পালন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।এবছর ও কোভিড স্বাস্থ্যবিধি মেনে সেখানে সেই অনুষ্ঠান পালন করলেন মন্ত্রী। মন্ত্রী স্বপনবাবু এদিন জানান গ্রামীণ ইকো ট্যুরিজম তৈরির জন্য এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে।ইতিমধ্যেই বাঁশদহ বিলের পাড়ে গড়ে উঠেছে পর্যটক আবাসন কেন্দ্র। এখানে রাত্রী বাসের ব্যবস্থা করা হচ্ছে, যাতে শান্ত পরিবেশে মানুষ কয়েকটা দিন নিরিবিলিতে উপভোগ করতে পারেন।

পাশাপাশি এই এলাকায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পঁচিশ কোটি টাকা ব্যয়ে বাশদহবিলের পানা পরিষ্কার করার পর নৌকাবিহারের ব্যবস্থা করেছেন তিনি। আজ তাঁর উদ্বোধন হয়। দশ টাকা টিকিটের মাধ্যমে চুনো বিলে কালির ঘাট থেকে মুন্সিপাড়া পর্যন্ত নৌকা ভ্রমণও করতে পারবেন পর্যটকরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক এনাউর রহমান, কালনার মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তি, জেলা পরিষদের সভাপতি , মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট জনেরা ।

Join Telegram

Join Now