500 বছরের পুরোনো মসজিদ সংরক্ষনের অভাবে বিলীন
কালনা হলো এক পর্যটন কেন্দ্র ।কালনায় বহু প্রাচীন মন্দির,মসজিদ, গির্জা, বৌদ্ধ মন্দির আছে। কালনাতে বহু প্রাচীন একটি মসজিদ ছিলো । তবে তা সংরক্ষনের অভাবে কালের স্রোতে বিলীন হয়ে গেছে।কালনার পৌরএলাকায় দাঁতনকাটি তলাতে 1533 খ্রিস্টাব্দে তৈরী হয়েছিলো এই মসজিদ টি। তৈরি করেছিলো বাংলার অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হোসেন সাহারের পৌত্র সুলতান ফিরোজ শাহের সেনাধ্যক্ষ আলাউদ্দিন আবুল মুজাফর সাহেবের আমাত্য উলুখ মলজ্দ খা মালিক।
এই মসজিদে 10টি গোম্বুজ ছিলো।পাথরের মসজিদের দেয়ালে ছিলো নিখুঁত কারুকার্য। কিন্ত তা কালের স্রোতে সব ধ্বংস হয়ে গেছে। কিছু ধ্বংসাবসেস রয়েছে, যদি সরকার নজর না দেয় এই স্মৃতি আর থাকবেনা।জাভেদ আফরিন মন্ডল বলেন তাড়া নিজের অর্থ ব্যায় করে মসজিদটিকে রক্ষা করছে। কিন্ত যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে এই 500 বছরের পুরোনো মসজিদ টি রক্ষা পাবে।