মোটরবাইক ও লরির সংঘর্ষে জখম ৩
মালদা :- মোটরবাইক ও লরির সংঘর্ষে জখম মা-বাবা ও চার বছরের এক কন্যা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, আহত বাবা পঙ্কজ মণ্ডল (৪৫ ), মা দিপালী মন্ডল (৪০) ও চার বছরের শিশু কন্যা রিম্পা মন্ডল।
জানা গিয়েছে, এদিন দুপুরে হবিবপুর থানার ঝিনঝিনি পুকুর এলাকা থেকে মোটর বাইক চালিয়ে পঙ্কজ মন্ডল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বৈষ্ণবনগর থানার মন্ডাইয়ে শ্বশুর বাড়ি
যাচ্ছিলেন।
যাওয়ার পথে সুজাপুরের কাছে একটি লরির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। তাতে জখম হয় ওই বাইকে থাকা তিনজনই। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে । এদিকে স্থানীয় বাসিন্দারাই লরিটিকে আটক করে বলে জানা গেছে।