26 মে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ

আগামী 26 মে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। আম্ফান এর মোকাবিলার জন্যে তৈরি ছিলোনা হলদিয়া। এবছর ঘূর্ণিঝড় যশ অবস্থান করছে পারাদ্বীপ ও সাগর এর মাঝামাঝি। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে হলদিয়াতে। তার মোকাবিলায় যেমন তৈরি এনডিআরএফ টীম তার পাশাপাশি হলদিয়ার সতেরো নম্বর ওয়ার্ড এর কাউন্সিলার ও জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সহ সভাপতি আজগর আলীর নেতৃত্বে প্রায় 200 জন কে নিয়ে গঠন করা হলো বিশেষ বিপর্যয় মোকাবিলা দল।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিলো ঘূর্ণিঝড় যশের ফলে নিম্নচাপ দেখাদেবে। সেই মতো সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়। মূলত উপকূল এলাকা দিঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমণি প্রভৃতি এলাকায় বৃষ্টি হওয়ার সাথে সাথে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখাদেয়। সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারকে সরিয়ে নিয়ে যেতে এলাকায় যান দিঘা শংকপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তরুন কুমার জানা। যে সমস্ত পরিবার এখনো সমুদ্র এলাকা ছেড়ে সরকারি অস্থায়ী ক্যাম্পে যাননি তাদের চলে যাওয়ার অনুরোধ করেন তরুনবাবু।।
