১৮ কেজি পদ্মার কাতলা নিয়ে কাড়াকাড়ি , দাম কত দেখুন
বাংলাদেশের গোয়ালন্দে পদ্মা নদীতে উঠেছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা। জালে ধরা পড়ার পরেই সেই মাছ কেনা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।নিলামে ওঠে কাতলা মাছটি। অবশেষে ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
স্থানীয় মত্স্যজীবীরা জানিয়েছেন, শুক্রবার রাতে পাবনার মত্স্যজীবী গুরুদেব হালদার এবং আরও কয়েক জন পদ্মায় মাছ ধরতে যান। শনিবার সকালে গুরুদেবের জালে একটি বড় আকারের কাতলা ওঠে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মাছের বাজারে নিয়ে যাওয়া হয়।
সেখানে ওজন করা হয় মাছটিকে। মাছের ওজন দেখে চক্ষু চড়কগাছ সবার। পদ্মায় মাঝে মাঝে বড় আকারের মাছ উঠলেও এত বড় কাতলা তাঁরা আগে দেখেননি বলেই জানিয়েছেন।
শনিবার সকালে মাছ বাজারেই শুরু হয় নিলাম। অবশেষে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ২৫ হাজার ৪০০ টাকায় মাছটি কেনেন স্থানীয় এক ব্যবসায়ী চাঁদু মোল্লা। তাঁর মাছের আড়়ত রয়েছে।
তিনি আশা করছেন অন্তত দেড় হাজার টাকা প্রতি কেজি দরে মাছটি বিক্রি করতে পারবেন। ইতিমধ্যেই মাছ কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে খদ্দের আসতে শুরু করেছে বলেই জানিয়েছেন তিনি।