13 তম কাঞ্চন উৎসব এর সাংবাদিক সম্মেলন

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান কাঞ্চননগর এ কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে 13 তম কাঞ্চন উৎসব এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানান আগামী 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন হবে 6 ফেব্রুয়ারি বিকাল পাঁচটায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মলয় ঘটক, স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের উজ্জল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ঐদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুম্বাই চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী মহিমা চৌধুরী ও অভিনেতা তুষার কাপুর ।উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সারেগামা খ্যাত কুশল পাল ।এদিন খোকন দাস আরো জানান প্রতিদিন স্থানীয় শিল্পীদের সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ অতিথি শিল্পীরা উপস্থিত থাকবেন প্রতিদিন 5 টা থেকে রাত্রি আটটা পর্যন্ত। রাত্রি আটটা থেকে অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। 7 তারিখে উপস্থিত থাকবেন অতিথি শিল্পী অনুপম রায়, 8 তারিখ দালের মেহেন্দি, 9 তারিখ উদিত নারায়ন, 10 তারিখ মোনালি ঠাকুর, 11 তারিখ খেসারি লাল ,12 তারিখ মহিত চৌহান, 13 তারিখ সুখবিন্দর সিং। তিনি আরো জানান উৎসব উপলক্ষে হওয়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে 14 ই ফেব্রুয়ারি। ওইদিনই বাজি প্রদর্শনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *