১২০ টি ট্রাই সাইকেল দেওয়া হচ্ছে বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডে
বর্ধমান শহরকে জঞ্জালমুক্ত করতে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রথম এরূপ উদ্যোগ নেওয়া হলো।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে ১২০ টি ট্রাই সাইকেল দেওয়া হচ্ছে বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডে ।এই ১২০ টি ট্রাই সাইকেল কে বিতরণ করা হচ্ছে পচনশীল ও অপ্রচনশীল বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করবে রোড কর্মীরা। সেই কারণেই এই ট্রাই সাইকেল দেওয়া হচ্ছে বলে জানালেন বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান।
বর্ধমান শহরকে জঞ্জালমুক্ত করতে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রথম এরূপ উদ্যোগ নেওয়া হলো। প্রাথমিক পর্যায়ে ৩৫টি ওয়ার্ডে ১২০ টি এই ট্রাই সাইকেল দেওয়া হল। পরবর্তী ক্ষেত্রে এর পরিমাণ আরো বাড়বে বলে জানালেন প্রদীপ রহমান।
পৌরসভা থেকে এই গাড়ি গুলি মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। পচনশীল পদার্থ গুলিকে সাড়ে পরিণত করা এবং অপচনশীল যার মধ্যে প্লাস্টিক রাবার এই জাতীয় জিনিসগুলিকে রি ইউজ করা যায়।সেই কারণে এই দুটি ভাগে বর্ধমান পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড থেকে কালেক্ট করবেন রোড কর্মীরা। আগামী দিনে আরো প্রায় ৪০০ এই গাড়ি দেওয়া হবে বলে জানা যায়। বর্ধমান পৌরসভা থেকে এই গাড়িগুলি রোড কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস।