বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাজ্যের চার ধর্ষণ মামলার তদন্তে আইপিএস দময়ন্তী সেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published on: April 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

SUNITA GHOSH: – ৪টি ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একের পর এক ধর্ষণ কাণ্ডে রীতিমতো উত্তপ্ত বাংলা। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী থানার ধর্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা পুলিশের স্পেশাল সিপি পদে রয়েছেন দময়ন্তী সেন। কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী এই চারটি ধর্ষণ মামলার নজরদারি করবেন।

রাজ্যের উপযুক্ত পরিকাঠামোর থাকা সত্ত্বেও কেন বারবার ধর্ষণের ঘটনা ঘটছে এই নিয়ে রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। তিনি জানিয়েছেন, আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে। আলাদা আলাদা ভাবে নজর রাখা হচ্ছে প্রত্যেকটি ঘটনার উপর। যদি কোনও ঘটনায় আলাদা করে কোনও আলাদা এজেন্সি বা কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয় তবে সেই ব্যবস্থাও করার আশ্বাস দিয়েছেন বিচারপতি।

 

প্রসঙ্গত, বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। গ্রেফতার হয়েছিল অভিযুক্ত শহর আলি সর্দার ও তাঁর প্রেমিকা। এরপরেই ইংরেজবাজার ও দেগঙ্গাতে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছিল। গত ২৩ মার্চ মাটিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করে এক যুবক। এই ঘটনায় নাম জড়ায় মেয়েটির সম্পর্কিত এক পিসির। এরপরই ধর্ষণের মূল মাস্টারমাইন্ড অর্থাৎ নির্যাতিতার পিসি রোজিনা বিবিকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিস।

 

রাজ্যজুড়ে বারবার নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে আমজনতা। বারবার রাজ্যে ধর্ষণের ঘটনায় বাকরুদ্ধ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। বর্তমানে দময়ন্তী সেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার। এর আগে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় তিনি তদন্ত করেছিলেন। এ বার চারটি ধর্ষণের ঘটনায় তাঁর উপরই দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট।

 

Join Telegram

Join Now