বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ইচ্ছে করলেই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন

Published on: April 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ থেকে দেশের সব প্রাপ্তবয়স্করা ইচ্ছে করলেই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। আজ থেকে সব প্রাপ্তবয়স্করাই বেসরকারি টিকা কেন্দ্রে গিয়ে টিকার তৃতীয় ডোজ নিতে পারবেন।বেসরকারি টিকাদান কেন্দ্রগুলি কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় শট দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ চাইতে পারে টিকা প্রাপকের কাছ থেকে। অর্থাৎ টিকার প্রতিটি ডোজের যা দাম, তার থেকে সর্বাধিক ১৫০ টাকা বেশি টাকা নিতে পারবে বেসরকারি টিকাকেন্দ্রগুলি।

প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন, সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি বুস্টার ডোজ নিতে গেলে কোভিশিল্ডই পাবেন। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজ্য। এদিকে বুস্টার নিতে হলে নতুন করে রেজিস্টার করতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পাবেন, তাঁদের নাম ইতিমধ্যে কোউইন পোর্টালে আছে। তাই নতুন করে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে না।

Join Telegram

Join Now