তৃণমূলের পক্ষেই জাতীয় সঙ্গীতের এই অপমান সম্ভব – বললেন শুভেন্দু

রবিবার কাঁথি শহরেই সভা করে ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার এক প্রতিবাদ সভায় তৃণমূল কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত ভুল গওয়ার অভিযোগ ওঠে। তারই পাল্টা সভায় শুভেন্দু বলেন, ”অর্ধশিক্ষিত, দেশদ্রোহীরাই এমন কাজ করেন।সবাই বলছে, কাঁথিতে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। তৃণমূলের পক্ষেই জাতীয় সঙ্গীতের এই অপমান সম্ভব।”

তিনি আরও বলেন, ”আমরা স্বদেশপ্রেমী জাতীয়তাবাদে বিশ্বাস করি। বহুত্ববাদে বিশ্বাস করি। দেশ আমাদের কাছে সবচেয়ে আগে। আমরা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা ও ভারত মায়ের ছবির সামনে জাতীয় সঙ্গীত গেয়ে এই অবমাননার জন্য ক্ষমা চাইলাম।”

অনুষ্ঠান শেষ হওয়ার সময় জাতীয় সঙ্গীত গান জেলার নেতা-নেত্রীরা। মাইক ছিল সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের হাতে। আর তিনিই ভুল সুরে গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকদের ট্রোলের শিকার হন তৃণমূলের ওই কাউন্সিলর। পরে জাতীয় সংগীতের অবমাননা করার জন্য কাঁথি থানায় মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *