১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

পৈতৃকবাড়ি বাদ দিয়ে আর কিছুই রইল না তাঁর

বুধবার ইডি অনুব্রত ও তাঁর স্ত্রী, মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। মোট ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রে খবর।গত সাত-আট বছরে নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল। বোলপুরের বিভিন্ন মৌজায় থাকা বিপুল পরিমাণ জমি,ভোলে ব্যোম ও শিবশম্ভু রাইস-মিল সহ আরও অনেক কিছু। সেইসঙ্গে অনুব্রতর অস্থাবর সম্পত্তিতেও থাবা দিয়েছে ইডি।

কেন্দ্রীয় এজেন্সি ইডি মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা এএনএম অ্যাগ্রোকেম নামের একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন সেই অ্যাকাউন্টও ফ্রিজ করেছে কেন্দ্রীয় এজেন্সি। তিহাড় জেলে রয়েছেন অনুব্রত।দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বুধবার তাঁর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে।সুকন্যার জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ অগস্ট ১০ জুলাই হবে সেই শুনানি অনুব্রতর।এর আগে সিবিআই অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এবার ইডি করল প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি।

অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করায় কার্যত দেউলিয়া হয়ে গেলেন তিনি।বোলপুরে নিচুপট্টির অনুব্রতর পৈতৃকবাড়ি বাদ দিয়ে আর কিছুই রইল না তাঁর, যা তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বড় ধাক্কা বলেই মত অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *