পালিশ গ্রামের পূর্ব পাড়ায় ঢালাই রাস্তার কাজ
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে বিধানসভা ভোটের আগে যখন গ্রামে ভোটের প্রচারে গিয়েছিলেন অপূর্ব চৌধুরী তখন গ্রামের মানুষজন আবদার করেছিলেন যে পালিশ গ্রামের পূর্ব পাড়া রাস্তা ঢালাই করে দিতে হবে ।কারণ দীর্ঘ 40 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রয়েছে। অপূর্ব চৌধুরী কথা দিয়েছিলেন যে ভোট পর্ব মিটে গেলেই আপনাদের রাস্তা ঢালাই করে দেয়া হবে। সেই কথামতো আজ থেকে শুরু হল পালিশ গ্রামের পূর্ব পাড়ায় ঢালাই রাস্তার কাজ। খুশি এলাকার সাধারণ মানুষ।
অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি, শেখ মোজাম্মেল হক জানান, বিধায়ক অপূর্ব চৌধুরী আমাকে জানিয়েছিলেন যে পালিশ গ্রামের রাস্তাটি অবিলম্বে করে দিতে হবে ।আমি গ্রাম পঞ্চায়েতের আধিকারিকের সঙ্গে কথা বলি। আজ ঢালাই রাস্তার কাজ শুরু করলাম। এ জন্য ধন্যবাদ জানাবো বিধায়ক অপূর্ব চৌধুরী কে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।