ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু গৃহবধূর
আর্সেনিক মুক্ত পানীয় জল নিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার সাট্টারি এলাকায়।মৃত গৃহবধূর নাম পিঙ্কি সরকার(৩০)।মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর গ্রামে বাড়ি তাঁর।
গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা না থাকায় পাশের গ্রাম সট্টারি থেকে এদিন পানীয় জল জল আনতে গেছিলেন তিনি। ওই বধূর মৃত্যুতে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।