বিজেপি ছাড়ার সম্ভাবনা ওড়ালেন লকেট
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, লকেট চট্টোপাধ্যায়ও বিজেপি ছেড়ে তৃণমূলের পথে পা বাড়াতে পারেন।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এখন জল্পনা শুরু হয়েছে, জয়প্রকাশের পর কোন বিদ্রোহী নেতা বিজেপি ছাড়তে চলেছেন।চিন্তন বৈঠকে প্রকাশ্যেই বিজেপির সমালোচনা করেছেন লকেট। তিনি বঙ্গ বিজেপির শীর্ষ দুইনেতার সমালোচনা করছেন।
বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক করেছেন। গোপন স্থানে সেই বৈঠক হয়েছে। সেখানে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তারপর থেকে জল্পনার পারদ আরও চড়তে থাকে। বিজেপির বিদ্রোহী নেতা-নেত্রীদের নিয়ে জল্পনা বাড়তে থাকে।
বিদ্রোহীদের একজন জয়প্রকাশ মজুমদার লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরদিনই সটান তৃণমূলের সাংগঠনিক বৈঠকে হাজির হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদানের পর থেকে আরও বড় ভাঙনের জল্পনা চলছে বিজেপিতে। তারপর লকেটকে নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন জল্পনা শুরু হয়েছে।
বিজেপি ছাড়ার সম্ভাবনা ওড়ালেন লকেট। জয়প্রকাশের তৃণমূলে যোগদানের পর লকেট অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে এই গুঞ্জন ভিত্তিহীন। তিনি বিজেপিতেই আছেন। বিজেপি ছাড়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন। লকেট বলেন, যাঁরা এসব বলছেন, তাঁরা নিজেরাই হয়তো তৃণমূলের থেকে টাকাপয়সা নিয়ে বসে আছেন। আর এমন ভিত্তিহীন কথা রটিয়ে চলেছেন। যাঁরা দলের স্বার্থে লড়বেন, লকেট চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে আছেন। আর যাঁরা তৃণমূলের স্বার্থে লড়াই করবেন, তাঁরা তৃণমূলে যেতে পারেন।লকেট বলেন, আমরা জয়প্রকাশবাবুকে বলেছিলাম দল না ছাড়তে। কিন্তু উনি কোনও কথা শোনেননি।