১০ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে
এবার এক ধাক্কায় ১০ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে। মেটার অন্দরে আগেই কর্মী ছাঁটাইয়ের গুঞ্জন ছিল।
বিজ্ঞাপন কমেছে, আয় হচ্ছে না প্রত্যাশামত। তাই ব্যয় কমানোর পথে হাঁটছে মেটা। করোনার সময় যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম করত, সেটা গত একবছরে অনেকটাই কমেছে।মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন,কমপক্ষে ১০ হাজার কর্মী কমাতে চলেছি।নতুন নিয়োগ বন্ধ করছি।
নভেম্বর মাসেই বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা।চার মাস কাটতে না কাটতেই ছাঁটাই অভিযান চালাচ্ছে মেটা।চার মাস আগেই একসঙ্গে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল ফেসবুকের মাদার কোম্পানি মেটা।