সাবমারসিবল পাম্প ঘর থেকে উদ্ধার 100 টি তাজা বোমা
দুবরাজপুরে ধানক্ষেতে সাবমারসিবল পাম্প ঘর থেকে উদ্ধার 100 টি তাজা বোমা তদন্তে দুবরাজপুর থানার পুলিশ। বীরভূম থেকে দুবরাজপুর থানার ফকির বেড়া গ্রামের ধানক্ষেতে পেশায় মাছ ব্যবসায়ী শেখ হাসিবুল রহমান ওরফে কাজলের পাম্প ঘর থেকে উদ্ধার হলো 100 টি তাজা বোমা l বুধবার দুপুর দুটো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানা ধানক্ষেতে পাম্প ঘরে তালা ভেঙ্গে উদ্ধার করে এই বোমা গুলি।খবর দেওয়া হয় বম স্কোয়াডকে l
তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিত কুমার দে, ডিএসপি (হেড কোয়ার্টার) মহতাসিম আখতার, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
সাবমারসিবল পাম্প ঘরের মালিক হাসিবুল এর অভিযোগ, সাবমারসিবল পাম্প টি চালানো হয় না ঘরটি তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে l আমার তালা ভেঙ্গে দুস্কৃতিকারীরা সেখানে বোম রেখেছে বলে শুনেছি l তবে এটা বিরোধী বিজেপির চক্রান্ত তাকে ফাঁসাতেই এমন কাজ করেছে বলে তার অভিযোগ l যদিও দুবরাজপুর থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করছে।