বন্দুক হাতে ভয় দেখানোর অভিযোগে আটক ১
পাড়ার বাসিন্দাদের বন্দুক হাতে নিয়ে ভয় দেখানোর অভিযোগে আটক এক যুবক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বড়নীলপুর বাজারে এলাকায়। ধৃতের নাম সেখ রফিকুল ওরফে কচি। ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান, একটি বেলুন ফাটানো পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে।ধৃতকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।
সূত্রের খবর, কচি প্রায়ই এলাকায় দাদাগিরি করে বেড়ায়। সাধারণ মানুষকে হুমকি দেয়। নিজের স্ত্রীকে মারধোর করে। প্রতিবাদ করলে সবাইকে ভয় দেখায়। পুলিশে খবর গেলে, তাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। এলাকার এক বাসিন্দা প্রতিমা দে জানান, বোমা বন্দুক নিয়ে প্রায়ই ভয় দেখায় ওই যুবক। এলাকার বাসিদের দাবি এলাকার নিরাপত্তার স্বার্থে যথোপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন।