৫ মে শপথ নেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়

কলকাতা: সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই ঠিক ছিল এ দিন সন্ধে সাতটায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন তিনি। সেই মতো কিছুক্ষণ আগেই রাজভবনে পৌঁছন মমতা। এ দিনই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে সেই অনুষ্ঠান হবে অত্যন্ত ছোট ভাবে। মুখ্যমন্ত্রী হিসেবে দ্রুত শপথ নিয়ে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার উপরে জোর দেওয়াই এখন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রথম লক্ষ্য়। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে রাজ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সি নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্য়পাল জগদীপ ধনখড়ের কাছে জমা দিয়ে এসেছেন। রাজ ভবনে গিয়ে এ দিন নিয়ম মেনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। একই সঙ্গে নতুন সরকার গঠন এবং তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দাবিও জানাবেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *