বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৫ মে বুধবার রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: May 3, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া মন্ত্রিসভায় কারা-কারা ঠাঁই পেতে পারেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের তিন বিদায়ী মন্ত্রী যেহেতু হেরেছেন এবং বেশ কয়েকজন মন্ত্রী ভোটে দাঁড়াননি ফলে তাঁদের পরিবর্তে নতুন মুখ ঠাঁই পাবেন নয়া মন্ত্রিসভায়। পাশাপাশি জঙ্গলমহল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে দল অভাবনীয় ফল করায় ওই এলাকা থেকেও বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আগামী বুধবার সকাল পৌনে এগারোটায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজভবনেই ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে এদিন সন্ধেবেলা রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে ইস্তফাপত্র জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পদত্যাগ পত্র গ্রহণ করে পরবর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর অনুরোধ জানান রাজ্যপাল।  রাজ্যপাল  টুইট করে জানান, ‘আগামী ৫ মে বুধবার রাজভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে এগারোটা নাগাদ ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

Join Telegram

Join Now