২১দিন দেশ পুরো লক ডাউন জানালেন প্রধান মন্ত্রী

প্রধান মন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন ২১ দিন সমগ্র দেশ লক ডাউন। এই ২১ দিন না মানলে আমরা ২১ বছর  পিছিয়ে যাবো। যে যেখানে আছেন সেখানেই থাকবেন। নিজের জন্য ,পরিবারের জন্য এই ২১ দিন ঘরের বাইরে বেরোবেন না। ১৪এপ্রিল পর্যন্ত পুরো বন্ধ।তার জন্য ভারত সরকার ,রাজ্য সরকার সকলে পশে আছেন। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ।


বাড়ির দরজায় সম্পূর্ণ রূপে খিল দিন। এই লক ডাউন একরকম কার্ফু বললেন প্রধান মন্ত্রী।করোনা ভাইরাস এই চেন কে ভাঙতে কম করে ২১ দিন সময় লাগবে কমপক্ষে । ১৫০০০কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছেন। হাত জোর করে অনুরোধ করেছেন প্রধান মন্ত্রী যাতে বাড়ির বাইরে কেও না বের হয়। তিনি আরো জানালেন এই লক ডাউন না মানলে অনেক পরিবার হয়তো পুরো শেষ হয়ে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *