১ আগস্ট থেকে উঠে গেল নৈশ কার্ফু, খুলছে জিম
সৌজন্যে :ইন্টারনেট -১ আগস্ট থেকে শুরু হবে আনলক ৩ পর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান আগস্টে বন্ধ থাকলেও ৫ আগস্ট থেকে খুলবে জিমনাসিয়াম ও যোগব্যায়ামের প্রতিষ্ঠান। পুরো আগস্টই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং প্রতিষ্ঠানগুলি।
আগস্টে কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন কড়াভাবে পালন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোনের বাইরে আরও বেশকিছু কাজকর্ম চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।