হলদিয়ায় বিজেপি বিধায়কের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
হলদিয়াঃ দিনেদুপুরে এবার বিজেপি বিধায়িকার বাড়িতে হামলার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়। মঙ্গলবার দুপুরে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডলের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় বিজেপি বিধায়িকা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে ছিলেন না হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল। এমন সময় একদল দুষ্কৃতী এসে বিধায়িকার বাড়ির ওপর চড়াও হয়। বিধায়িকাকে ইস্থফার জন্যও হুমকি দেয় বলে অভিযোগ।
পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন দুষ্কৃতীরা। এমন পরিস্থিতিতে বিধায়িকার বাড়ির অন্যান্য সদস্যরা স্থানীয় দুর্গাচক থানায় খবর দিলে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক আতঙ্কে বিধায়িকার পরিবারের লোকজন। এই ঘটনায় বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল বলেন, “কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে আজ দুপুরে আমার বাড়ির উপর চড়াও হয়। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ,পাশাপাশি আমার উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করে। মূলত আমি প্রথম দিন থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি বলে তৃণমূল সেই কাজ ব্যাহত করার জন্য এই ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”