বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

হলদিয়ার বি সি রায় হাসপাতালে মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে করোনা চিকিৎসা

Published on: June 2, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

হলদিয়াঃ করোনা চিকিৎসার জন‍্য এগিয়ে এল হলদিয়ার বিসি বায় হাসপাতাল। আজ বুধবার থেকে হলদিয়ার বালুখাটায় বিসি রায় হাসপাতালে ৩০০ বেডের কোভিড ওযার্ড চালু হল । কোভিডের জন‍্য কার্যত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল শুরু করা হয়েছে হলদিয়ায়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এবার পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সংক্রমণের হার হলদিয়ায়। ৭০ শতাংশের উপর সক্রমণের হার ও সঠিক সময়ে চিকিৎসার অভাবে প্রতিদিন মৃত্যু আতঙ্কগ্রস্ত করে তুলেছে শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের। অক্সিজেন কমে গিয়ে হঠাৎ শাসকষ্টে মৃত্যু হচ্ছে বহু করোনা রুগীর।

সরকারি পরিষেবা বলতে হলদিযা মহকুমা হাসপাতালের ২০ বেডের করোনা হাসপাতাল। তাও আবার ৮১ শতাংশের নিচে অক্সিজেন লেভেল নেমে গেলেই রােগীকে নিয়ে ছুটতে হয় ৮০ কিলোমিটার দূরে পাঁশকুড়া সুপার স্পশালিটি বা চণ্ডীপূরে । পথেই মৃত্যু হচ্ছে রােগীদের । শিল্পাঞ্চলে কোনও কোভিড হাসপাতাল না থাকায় কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন মানুষ। এমন পরিস্থিতিতে হলদিয়ার বিসিরায় হাসপাতালে করোনা চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ করোনা হাসপাতাল খোলা হল।

আজ এই করণা হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সংসদ তথা বিসি রায় হাসপাতালের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান সহ অন্যান্যরা। বর্তমানে 290 টি বেডের এই করোনা হাসপাতাল চালু হলেও আগামী দিনে 500 বেডের করোনা হাসপাতাল এ রূপান্তরিত হবে এই হাসপাতাল। উল্লেখযোগ্যভাবে এই হাসপাতলে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমেও মিলবে করোনা চিকিৎসা।

Join Telegram

Join Now