‘হটস্পট’-এ কলকাতা-সহ ৬ বড় শহর; রয়েছে ১৭০ টি জেলা, জানাল কেন্দ্র

 সৌজন্যে :ইন্টারনেট কেন্দ্রের তালিকা অনুযায়ী ১২৩ জেলায় বড়সড় সংক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির ৯টি  জেলা।দেশের ১৭০টি  জেলাকে হটস্পট জেলা বলে ঘোষণা করল কেন্দ্র।এছাড়াও রয়েছে দেশের ৬টি বড় শহর –  মুম্বাই ,বেঙ্গালুরু,চেন্নাই,হায়দরাবাদ, কলকাতা, জয়পুর ও আগ্রার কিছু অংশ।কলকাতা ছাড়াও জেলায়  হাওড়া,পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার নাম রয়েছে এই  তালিকায়।


যে জেলাগুলি থেকে দেশের বেশির ভাগ করোনা রোগী আসছে সেই জেলা গুলিকে হটস্পট জেলা  বা রেড জোন বলা হচ্ছে।দিল্লি,চেন্নাই,মুম্বই, কলকাতা,ও হায়দরাবাদে রোগীর সংখ্যা সবথেকে বেশি। দিল্লির সরকার রাজ্যের ৫৬টি এলাকাকে রেড এলাকা বলে ঘোষণা করেছে।ওই এলাকায় এখন কাউকে বাইরে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না।
কেন্দ্রের রিপোর্টে ১৭০ টি  হটস্পট এলাকায়  ভাইরাস ছড়াচ্ছে গুচ্ছ আকারে।কোনও এলাকায় যদি টানা ২৮ দিন সংক্রমণের খবর না থাকে তাহলে তাকে গ্রিন জোন বলা হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *