বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

Published on: June 20, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃ-বর্তমান করোনা আবহে ও তীব্র মালদা ব্লাড সেন্টারের রক্ত সংকট মোচনে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন আয়োজনে ছিলেন আই. সি. এ. আর. সি. আই. এস. এইচ. আর. আর. এস/ কে. ভি. কে. মালদা। সহযোগিতায় পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা। উক্ত শিবিরে ২৪ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে নিজে রক্তদান করেন ড: দীপক নায়েক সিনিয়র সায়েন্টিস্ট আই সি এ আর সি আই এস এইচ ও ড: শৈলেশ কুমার বিজ্ঞানী কৃষি বিজ্ঞান কেন্দ্র মালদা।

উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডা: তুষার কান্তি বণিক সভাপতি পাকুয়াহাট সমবেত প্রয়াস, বরুণ সরকার সম্পাদক পাকুয়াহাট সমবেত প্রয়াস, অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, সুরজিৎ কুমার মন্ডল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা, ডা: অসীম শর্মা প্রমূখ। রক্তদান শিবির ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডা: তুষার কান্তি বণিক সভাপতি পাকুয়াহাট সমবেত প্রয়াস, বরুণ সরকার সম্পাদক পাকুয়াহাট সমবেত প্রয়াস, অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, সুরজিৎ কুমার মন্ডল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা, ডা: অসীম শর্মা প্রমূখ। রক্তদান শিবির ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল । আড়াইশো জন মহিলা ও পুরুষ স্বাস্থ্য পরীক্ষার করান। স্বাস্থ্য পরীক্ষা করেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারবাবুরা।

Join Telegram

Join Now