স্বীকার করল রাজ্য সরকার ! দুর্নীতি হয়েছে

আরও বড় ফাঁসে তৃণমূল

দুর্নীতি হয়েছে নিয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বীকার করে নিল। বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম রয়েছে অভিযোগে।সিবিআই হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে।

খোদ রাজ্য সরকার সম্প্রতি এফআইআর করেছে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসকদলের নেতাদের বিরুদ্ধে।রাজ্য সরকার বিপাকে নিয়োগ মামলায়।অবৈধ নিয়োগের কথা আদালতে কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য।৩১৩ জনকে নিয়োগ করা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই স্বীকার করে রাজ্য।রাজ্যের মন্ত্রিসভা সবটাই জানত জিটিএ-র দাবি।

এতদিন রাজ্য কোনো পদক্ষেপ করল না অভিযোগ থাকা সত্ত্বেও  সেই নিয়ে প্রশ্ন উঠছে।রিপোর্টে জানানো হয় শিক্ষা দফতরের বেশ কিছু আধিকারিক সহ কিছু নেতাদেরও এই দুর্নীতিতে হাত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *