নিম্নচাপের অঝোরে বৃষ্টি ও ঝড়ের কারণে দুবরাজপুরের শহরের নতুন পল্লী এলাকায় আজ ভোরে বেলায় একটি গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এটি একটি বাইপাস রাস্তা। আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী পর্যন্ত এই রাস্তা। যেটা সিনেমা হলের উপর দিকে গেছে। রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। এলাকার বাসিন্দারা চাঁদা তুলে গাছ কাটার কাজ করছেন এবং যান চলাচল স্বাভাবিক করেছেন।
স্থানীয় বাসিন্দাদারা চাঁদা তুলে পরিষ্কার করলো রাস্তা
By anandabarta
Published on: July 30, 2021

---Advertisement---