স্কুল বন্ধ, গৃহবন্দী না থেকে কোভিড সচেতনতায় এগিয়ে এলো শিক্ষকরা

মহিষাদিলঃ করোনা মোকাবিলায় বিভিন্ন সংগঠন তাদের মতো করে সমাজ ও এলাকাকে সচেতন করার জন্য এগিয়ে এসেছেন। তার মধ্যে মহিষাদলের চাঁপী হাইস্কুল কোভিড ফাইটার্সের ভুমিকায় অপরিসীম। করোনার কারনে স্কুল কলেজ এখন বন্ধ। গৃহবন্ধী না থেকে কোভিড সচেতনায় এগিয়ে এলো মহিষাদলের চাঁপী হাইস্কুলের শিক্ষকরা। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় মানুষজন।করোনা আবহে তাদের উদ্যোগে এলাকার বিভিন্ন প্রান্তে শিবির করে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করার পাশাপাশি রক্তের সংকট দূর করতে এবার আয়োজন করা হলো রক্তদান শিবির।

হলদিয়া মহকুমা চিকিৎসকদের উপস্থিতিতে সুতাহাটা জীবনদ্বীপ ব্লাড ডোনার এসোশিয়েশনের সহায়তায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন এলাকার পুরুষ ও মহিলা মিলে মোট ৩০জন রক্তদান করেন। স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ জানা ও শিক্ষক অপূর্ব খাটুয়া জানান করোনার কারনে এখন স্কুলের পঠনপাঠন বন্ধ। বাড়িতে বসে বসে শিক্ষক- শিক্ষিকারা বোর হচ্ছিলেন। নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় এলাকায় গিয়ে কোভিড সচেতনতা করার পাশাপাশি রক্তের সংকট দূর করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা চাই আমাদের মতো অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসে এই ধরনের উদ্যোগ গ্রহন করলে সমাজ ও রাজ্য অনেকটাই কোভিড মুক্ত পরিবেশ গড়ে উঠবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *