সোমবার রায় দিতে পারে হাইকোর্ট
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও তিনি ঘোষণা করেছেন, কোনও রকম রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। কেউ গোলমাল করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে ডেকে এ ব্যাপারে বৈঠক করেছেন। তাঁদের তিনি রাজনৈতিক হিংসা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে চলছে রাজনৈতিক হিংসা। সেই হিংসা বন্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
বাড়িঘর ভাঙচুর, আগুন লাগানো কয়েক জনের মৃত্যু ঘটেছে ।আদালত সোমবার এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেবে।সুস্মিতা সাহা দত্ত নামে এক মহিলা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।হাইকোর্ট 10 মে পর্যন্ত মামলার শুনানি স্থগিত করে দেয়। সঙ্গে হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, মামলার সবপক্ষকে যুক্ত করতে হবে। সব পক্ষকেই মামলার কপি দিতে হবে।