সোমবার দুপুরে 4 টি ট্রাকের সংঘর্ষে ব্যাপক আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের কুলি খড়গ্ৰাম রাজ্য সড়কে
সোমবার দুপুরে 4 টি ট্রাকের সংঘর্ষে ব্যাপক আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের কুলি খড়গ্ৰাম রাজ্য সড়কে। জানা গেছে, চারটি ট্রাকের মধ্যে মধ্যে দুটি ট্রাক খড়গ্ৰাম অভিমুখে যাচ্ছিলো এবং অপরদুটি কুলির পথে আসছিল আর সেই সময় বে সামাল অবস্থায় একটি ট্রাক মুখোমুখি অপরদিকে দিকে আসা অপর একটি ট্রাক্ককে ধাক্কা মারে। আর জার জেরে ওই দুটি ট্রাকে পিছনে থাক আরও দুটি ট্রাক দূর্ঘটনার কবলে পরে।ভয়বাহ দূর্ঘটনার বিকট আওয়াজ ছড়াতেই ছুটে আসে স্থানিয়রা। পরে বড়ঞা থানার পুলিশ গিয়ে ট্রাক চালক ও খালাসীদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।