সোনামুখীর মানিক বাজারে দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত আরো দুই ব্যক্তি

বাঁকুড়া : নিম্নচাপের জেরে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও গত তিনদিন ধরে টানা বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টির কবলে পড়ে সোনামুখী ব্লকের বিভিন্ন গ্রামে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে । এবার মাটির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । শুক্রবার ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের মানিকবাজার পঞ্চায়েতের মানিকবাজার গ্রামে । মৃত ব্যক্তির নাম লক্ষিন্দ্র সরেন । বয়স 61 বছর । বাড়ি সোনামুখীর হুড়হুড়া গ্রামে ।পাশাপাশি এই ঘটনায় সুনীল টুডু বয়স 45 বছর ও ভুঁচু টুডু বয়স 55 বছর নামের দুই ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় সুত্র জানতে পারা যায় , তিনজনেই মাটির বাড়ির পাশে দাঁড়িয়েছিল এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি । এই ঘটনায় তিনজনই গুরুতর আহত হন । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে রাধানগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লক্ষ্মীন্দ্র টুডু নামের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর দুই আহত ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । সোনামুখী থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *