বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সোনামুখীতে নতুন রূপে পুনরায় শুভ উদ্বোধন হলো হসপিটাল কেয়ার সলিউশান

Published on: January 21, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                      কৈলাশ  বিশ্বাস: বাঁকুড়া   
                      
আজ নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় শুভ উদ্বোধন হলো গ্লোকাল হসপিটালের তবে এবার লোগো গ্লোবাল হসপিটাল থাকলেও নতুন নামকরণ হয়েছে ” হসপিটাল কেয়ার সলিউশান ”


প্রথমে হসপিটাল যখন শুরু হয়েছিল অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে হসপিটালের পথ চলা হয়নি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন  হাসপাতাল কর্তৃপক্ষ ।  কিন্তু হাল ছাড়েননি তারা আজ পুনরায় ” হসপিটাল কেয়ার সলিউশন ” এর শুভ উদ্বোধন হলো । 


সোনামুখীর ভিডিও দেবলিনা সর্দার প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে হসপিটাল এর শুভ উদ্বোধন করেন অল্প খরচে অত্যাধুনিক পরিষেবার ব্যবস্থা রয়েছে এখানে


এই হসপিটালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ,  রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে এখানে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন প্রত্যন্ত গ্রাম বাংলার সাধারণ মানুষ


 আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাপতি শুভাশিস বটব্যাল , সোনামুখীর ভিডিও দেবলিনা সর্দার , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় ,  সোনামুখী থানার ওসি আবদুস সামাদ আনসারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

Join Telegram

Join Now