সেপ্টেম্বর থেকেই উৎপাদন শুরু ভ্যাকসিনের ট্রায়াল শেষ
সৌজন্যে :ইন্টারনেট -সারা বিশ্ব চাতক পাখির মতো চেয়ে বসে আছে করোনার ভ্যাকসিনের দিকে। মোট ৬ টি ভ্যাকসিনের এখন তৃতীয় পর্বের ট্রায়াল চলছে। রাশিয়ার সংবাদসংস্থা অনুযায়ী তাদের একটি প্রতিষেধকের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। তারা এবার প্রতিষেধক তৈরি শুরু করে সারা দেশে ছড়িয়ে দেবে।
রাশিয়ায় দুটো প্রতিষেধক খবরের শিরোনামে আছে। প্রথমটি ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজির, অন্যটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ও গামালেয়া সায়েন্টেফিক রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিলজি অ্যান্ড মাইক্রোবায়েলজির যৌথ প্রচেষ্টায় তৈরি।
রাশিয়ার সংবাদসংস্থা অনুযায়ী গামালেয়ার ভ্য়াকসিনের ট্রায়াল শেষ হয়েছে। ১০-১২ অগস্টের মধ্যেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। অন্য একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেজিস্ট্রেশনের ৩ বা ৭ দিনের মধ্যেই উপলব্ধ হবে প্রতিষেধক। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখায়েল মুরাস্কো জানিয়েছেন গামালেয়া সেন্টারের ভ্যাকসিনের প্রতিষেধকের ট্রায়াল শেষ হয়েছে। ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের প্রস্তুতির কাজ চলছে।