সেঞ্চুরি করতেই পরিবারের সদস্যরা কেক কাটলেন
কৃষ্ণ সাহা :- সেঞ্চুরি করতেই জন্মদিন পালন ভাতারের আন্নাময়ীর । পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এড়ুয়ার গ্রামের বাসিন্দা আন্নাময়ী পালের বয়স 100 বছর পূর্ণ হতেই তার পরিবারের সকল সদস্য মিলে তার জন্মদিন পালন করলেন কেক কেটে।
55 বছর আগে ওনার স্বামী নলিনাক্ষ পাল মারা গেছেন । কর্মসূত্রে স্বামী থাকতেন কলকাতায় । এরুয়ার গ্রামের মানুষরা ওনাকে ওনার জন্মদিনে আশীব্বার্দ জানিয়েছেন উনি যেন আরও বহুদিন এভাবে বেঁচে থাকুক সুস্থ ভাবে।
রীতিমত প্যান্ডেল করে বিয়ে বাড়ির মত ভোজ করে খাওয়ানো হয় আত্মীয়-স্বজনদেরকে।
অনেক নাতি-নাতনি মজা করে বলেন ঠাকুমার বিয়ের ভোজ খেতে পারিনি তো কি হয়েছে জন্মদিনের ভোজ তো খেলাম ।সবমিলিয়ে ওনার শতবর্ষ পালন করা হলো কেক কেটে মহাধুমধামে ।