সাগরদিঘি উপনির্বাচনে জয়ী জোট প্রার্থী

উপনির্বাচনে সাধারণত শাসকদলের পক্ষেই ভোট যায়। কারণ সরকার বদলের কোনও সম্ভাবনা থাকে না। কিন্তু সাগরদিঘি যেন উল্টো দিকে সাঁতার কাটল।

দোল পূর্ণিমা দিন পাঁচেক এগিয়ে এল।সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড দেখেই বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যেন অকাল বসন্ত উত্‍সব শুরু হয়ে গেল।বাম, কংগ্রেস কর্মীরা নানান রঙের আবিরে রাঙিয়ে নিচ্ছেন নিজেদের।হাতে সবুজ আবির নিয়ে কংগ্রেস কর্মীর গালে লাগিয়ে দিচ্ছেন এক সিপিএম কর্মী। আবার সিপিএমের এরিয়া কমিটির সম্পাদকের কপালে লাল আবির লেপে দিচ্ছেন যুব কংগ্রেস নেতা। দেখা গিয়েছে হলুদ, গোলাপি আবিরও। যেন রামধনুর রং লেগেছে বহরমপুরে।উপনির্বাচনে সাধারণত শাসকদলের পক্ষেই ভোট যায়। কারণ সরকার বদলের কোনও সম্ভাবনা থাকে না। কিন্তু সাগরদিঘি যেন উল্টো দিকে সাঁতার কাটল।

কংগ্রেসের হাতে সাগরদিঘি । সাগরদিঘি উপনির্বাচনে জয়ী জোট প্রার্থী । ২৫ হাজারের বেশি ভোটে জয়ী বাইরন বিশ্বাস । সাগরদিঘিতে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । বাইরন বিশ্বাসের জয়ে বিধানসভায় কংগ্রেসের পা । বিধানসভায় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি বাইরন বিশ্বাস ।২০২১-এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে জয়ী হন তৃণমূলের সুব্রত সাহা। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির মাফুজা খাতুন। পরে সুব্রত সাহার মৃত্যুতে আসনটি খালি হয়। সাগরদিঘিতে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূল। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি এবং কংগ্রেস। সাগরদিঘিতে কংগ্রেসকে সমর্থন করেছে বামেরা। এগিয়ে বাইরন বিশ্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *