ডেপুটেশন ঘিরে উত্তেজনা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েত তৃনমুলের দখলে রয়েছে। একশো দিনের কাজ সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে আসেন প্রচুর তৃনমুল কর্মী। অন্যদিকে তাদের পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয় তৃনমুলেরই আরেকগোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে মারপিট। আক্রান্ত সাংবাদিকরাও।
সাংবাদিকদের মারধোরে অভিযুক্ত তৃনমুল বিধায়ক খগেশ্বর রায়ের লোকেরা
By anandabarta
Published on: July 23, 2021

---Advertisement---