সাঁই বাড়ি হত্যাকান্ড স্মরণ অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব
পূর্ব বর্ধমান:আজ 17 ই মার্চ বর্ধমান শহরে সাঁইবাড়ি দিবস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হলো। 70 সালে 17 ই মার্চ তিন জনকে খুন করা হয়। অভিযোগ ছিল বর্ধমানের সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে। জুড়ে গিয়েছিল নিরুপম সেনের নাম।
১৯৭০ সালের ১৭ মার্চ প্রতাপেশ্বর শিবতলায় সাঁইবাড়ির একই পরিবারের দুই সদস্যকে খুন করা হয়। প্রণব ও মলয় সাঁই ছাড়াও খুন হয়েছিলেন গৃহশিক্ষক জীতেন রায়। এতটাই নৃশংস ভাবে খুন করা হয়েছিল যা দেখে গোটা দেশের মানুষ শিউড়ে উঠেছিল। ভয়াবহ এই ঘটনায় নাম জড়িয়েছিল সিপিএমের বেশ কয়েকজন তাবড় নেতার। মিছিল করে এসে সাঁইবাড়িতে হামলা করা হয়েছিল বলে অভিযোগ। মায়ের সামনেই রক্ত ঝরেছিল সন্তানদের। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও সাঁই পরিবারের সদস্যদের দিল্লিতে ডেকে কথা বলেছিলেন।
প্রতি বছরই এই অভিশপ্ত ১৭ মার্চে সাঁইবাড়িতে শহিদদের স্মরণ করা হয়। আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ অনুষ্ঠান করা হলেও, ক্ষমতায় আসার পর থেকেই এই অনুষ্ঠান করে আসছে তৃণমূলই। আজ স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব।