সরকারি সমস্ত নির্দেশকে উপেক্ষা করে একদল শ্রমিক লরি বোঝাই করছে
মুর্শিদাবাদে কাশিমবাজার রেলস্টেশন চত্তরের সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ঘটনাস্থলে পৌঁছে জানা গেল- দিন কয়েক আগে আসা সিমেন্ট বোঝাই মালগাড়ি থেকে মাল নামিয়ে লরি বোঝাই করে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। আজ সকাল থেকেই শুরু হয়েছে মালগাড়ি আনলোডিং এর কাজ। যেখানে লেবার কন্ট্রাক্টরের তত্তাবধানে হাতে-হাত লাগিয়ে কাজ করছে প্রায় জনা পঞ্চাশেক শ্রমিক।
যাদের কারো মুখে রয়েছে মাস্ক, তো কেউ রয়েছে মাস্ক ছাড়াই সম্পূর্ণ নিশ্চিন্তে। জানতে চাওয়া হলে নিজেদের দোষত্রুটি অস্বীকার করে তা মালিক তথা কন্ট্রাক্টরের ঘাড়ে চাপিয়ে দায় এড়িয়ে যায় শ্রমিকরা। অন্যদিকে এবিষয়ে লেবার কন্ট্রাক্টরকে জানতে চাওয়া হলে তিনি বলেন- সরকারি সমস্ত নির্দেশ মেনে, মুখে মাস্ক ব্যবহার করে, দূরত্ব বজায় রেখেই কাজ করছে শ্রমিকরা। প্রশাসনের অনুমতি পাওয়ার পরেই মালগাড়ি আনলোডিং এর কাজ শুরু করা হয়েছে আজ সকাল থেকে বলে জানানো হয় সংবাদ মাধ্যম প্রতিনিধিদের। অন্যদিকে এই অনুমতি বিষয়ে জেলাশাসককে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি।