বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সপ্তম দফা নির্বাচন এর আগে বিজেপির কর্মী খুন

Published on: April 23, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভোটের মুখে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়। বিজেপির অভিযোগ, পরিকল্পনা মাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের দলের কর্মীকে।ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুড়িয়া ২ নম্বর ব্লকের আলিনগর গ্রামের বাসিন্দা কিরাঞ্জন ঘোষ । সক্রিয় বিজেপি কর্মীর পরিবার সূত্রে জানা জায় বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি কিরাঞ্জন ঘোষ ।শুক্রবার সকালে বাড়ির অদূরে নির্জন জায়গায় মেলে কিরাঞ্জনের ঝুলন্ত দেহ। 

ঘটনাস্থলে যান ডিসি অভিষেক গুপ্তা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।২৪ ঘণ্টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায়।তাঁর অভিযোগ, তাঁদের দলের কর্মী কিরাঞ্জনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়নি থানায়। সপ্তম দফা অর্থাত্‍ ২৬ এপ্রিল জামুড়িয়া আসনে নির্বাচন। তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Join Telegram

Join Now