শ্যামসুন্দর কলেজ এর উদ্যোগে পার্মানেন্ট চিকিৎসা ইউনিট খোলা হল
শ্যামসুন্দর কলেজ এর উদ্যোগে শিক্ষকমন্ডলী আইকিউএসি এনসিসি এন এ সি এসের ব্যবস্থাপনায় একটি পার্মানেন্ট চিকিৎসা ইউনিট খোলা হল। স্থানীয় মানুষদের এই করোনার সময়কালে সহায়তা করার জন্যই আজকের এই বিশেষ উদ্যোগ। এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো যেতে পারে তার জন্য এই ইউনিটের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিনের প্রোগ্রাম সময়ে সময়ে সকলকে জানিয়ে দেওয়া হবে। প্রতিদিন প্রায় 100 টি করে রোগী দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে। আজকের এই ক্যাম্পে থাকছে ইসিজি, ব্লাড সুগার টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধপত্র। একসঙ্গে দেওয়া হবে মাস্ক স্যানিটাইজার ওয়ারেস। থাকছে অক্সিজেন এবং পালস অক্সিমিটার।
লকডাউন এ বর্ধমান হাসপাতালে গিয়ে টেস্ট করানোর পরিস্থিতি নেই, হাসপাতালেও প্রচুর ভিড়। আজকের মত একই হবে আগামী দিনেও মানুষ সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রিন্সিপাল গৌরি শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।একইসঙ্গে ভবিষ্যতে কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য কোভিড এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে বলেও চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়নি এমন মেডিসিন ড্রাগস যদি সংগ্রহ করা যায় তাহলে তার সদ্ব্যবহার করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন কলেজেরই প্রিন্সিপাল। আজ শুধুমাত্র সূচনা পর্ব। ভবিষ্যতে এই ক্রিয়া-কলাপ চালু থাকবে বলেও আশ্বাস দেন কলেজের প্রিন্সিপাল গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়।