শ্যামনগর গ্রামে একশো জন বিজেপি কর্মী যোগ দিলো তৃণমূল কংগ্রেসে

বাঁকুড়া : আবারো বিজেপিতে ভাঙ্গন এবার বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে সোমবার একশো জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল । বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেই জানা যাচ্ছে । এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরো বেশী মজবুত হবে যা তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

প্রশান্ত মুর্মু নামে এক যোগদানকারী জানান , বিজেপি ভোট মিটতে আমাদের আর কোনো খোঁজখবর নেয়নি । পাশাপাশি বিজেপির পাশে থাকার বার্তা দিলেও তারা পাশে দাঁড়ায়নি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতীক শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল জানান , ভোটের আগে বিজেপি ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কিন্তু ভোট মিটতে বিজেপি কর্মীদের সাথে আর কোন যোগাযোগ রাখেনি । তাই পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা ।এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , বিজেপির কোন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেয়নি এটা তৃণমূল কংগ্রেসের একটা মিথ্যা নাটক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *