শোকজ নোটিস অনুব্রত মণ্ডলকে
INTERNET:-শোকজ নোটিস পাঠানো হল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এর আগে তাঁর বিরুদ্ধে বীরভূম জেলায় নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির তরফে। অভিযোগ, অনুব্রত বারবার ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’ মন্তব্য করছেন। এমনকি মমতা ব্যানার্জির প্রচারে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল। এরপরই মঙ্গল সন্ধেয় অনুব্রতকে শোকজ করেছে নির্বাচন কমিশন। রাত ১১ টার মধ্যেই জবাব তলব করা হয়েছে। জবাব না এলে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন।
ভোট প্রচারে নিজস্ব ঢঙেই একাধিক মন্তব্য করেছেন অনুব্রত। কখনও ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।’ আবার কখনও বা ‘এই খেলার রেফারি হবে কমিশন।’ এরকম মন্তব্য করেছেন। মমত্যা ব্যানার্জির প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করার পর তো কমিশনকে একপ্রকার আক্রমণই করে ফেলেছিলেন অনুব্রত। এরপরই অনুব্রত মণ্ডলকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তাঁর এইসব মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।