লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব শুভ সূচনা
সৌমিত্র গাঙ্গুলী -আসানসোল।
পশ্চিম বর্ধমান জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব আজ এ ডি ডি এ ময়দানে অনুষ্ঠিত হল |অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ডি ডি এ এর চেয়ারম্যান মাননীয় তাপস ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
পশ্চিম বর্ধমান জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব আজ এ ডি ডি এ ময়দানে অনুষ্ঠিত হল |অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ডি ডি এ এর চেয়ারম্যান মাননীয় তাপস ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক ও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান চলবে আগামী ৫জানুয়ারি পর্যন্ত |বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অতিথি বর্গদের স্বাগত জানান জেলার লোকশিল্পীরা।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও গান্ধিজী শীর্ষক একটি পোষ্টার প্রদর্শনীর আয়োজন করা হয় |