লকডাউনের মধ্যে 100 দিনের কাজ,খুশি অঞ্চলের মানুষ
দীর্ঘদিন পর লকডাউনের মধ্যে 100 দিনের কাজ পেয়ে খুশি সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের মানুষ।প্রায় দু’বছর ধরে করোনাভাইরাস এর জেরে মানুষ দিশেহারা।মাঝেমধ্যে করোনাকে ঠেকাতে সরকার লকডাউন ঘোষণা করতে হচ্ছে।যার কারণে দেশের অর্থনৈতিক কাঠামো অনেকখানি ভেঙে পড়েছে।সাধারণ মানুষের হাতে নেই পয়সা, নেই কাজ।সেই কথা চিন্তা করে বর্তমান সরকার ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 100 দিনের কাজ চালু করল।একদিকে যেমন মানুষ কাজ ফেলো অপরদিকে গ্রামের নিকাশি নালার পরিষ্কার হল।
কারণ গ্রামের নিকাশি নালা পরিষ্কার করার কাজ হচ্ছে এই 100 দিনের কাজের মাধ্যমে ।পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যস জানান, এলাকার মানুষ বারবার আরজি জানাচ্ছিল 100 দিনের কাজের জন্য। আমি ব্লক আধিকারিক কে বলেছিলাম ।এরপর গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামেই 100 দিনের কাজ হচ্ছে।