রেস্তরাঁ, বার খোলা রাখা যাবে রাত ১০টা ৩০পর্যন্ত
আগামী ৩১ অগাস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ বাড়ানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করল রাজ্য সরকার। আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রেস্তরাঁ, বার কাজের সময়ে খোলা রাখা যাবে। তবে তা রাত ১০টা ৩০ মিনিটের বেশি নয়। রাত ১১টা থেকে কার্যকর হবে নাইট কারফিউ।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান করতে হবে করোনা বিধি মেনে। ছাড় দেওয়া হয়েছে থিয়েটার, অডিটোরিয়াম, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে। তবে দর্শকাসন থাকবে মোট আসনের ৫০ শতাংশ। তা ছাড়া স্টেডিয়াম ও সুইমিং পুল খোলা যাবে ১৬ তারিখের পর থেকে।আগে নাইট কারফিউ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লাগু ছিল। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানান, রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত করা হল কারফিউয়ের সময়। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দাবি মেনে ওটা রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
রাজ্যের করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এখনও লোকাল ট্রেন চালানোর বিষয়ে ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। শুক্রবারের নির্দেশিকায়ও লোকাল ট্রেন নিয়ে আলাদা করে কোনও নির্দেশিকা ছিল না। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৩১ অগস্টের পর লোকাল ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা করা হবে, তার আগে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন ওঠে না।