রেশনের দোকান থেকে বিনামূল্যে মাস্ক এবং স্যানিটাইজার বিলির দাবি
মালদা-করোনা মোকাবিলায় রেশনের দোকান থেকে বিনামূল্যে মাস্ক এবং স্যানিটাইজার বিলির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সদস্যরা।সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।তাই এবার জেলাবাসীর দাবি করোনা পরিস্থিতিতে রেশন দোকান থেকে বিনামূল্যে বিলি করা হোক মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহের দাবি জানিয়েছেন সদস্যরা। এক সদস্য বিকাশ প্রামানিক বলেন, ‘একজন মাস্ক পরলে হবে না। প্রত্যেককে মাস্ক পরতে হবে। তাই রেশনের দোকানের মাধ্যমে সবার কাছে মাস্ক ও স্যানিটাইজার পৌঁছে দিতে পারে রাজ্য সরকার। বিনামূল্যে সবার হাতে তাহলে পৌঁছে যাবে মাস্ক ও স্যানিটাইজার।’ পাশাপাশি ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন।